কার্ডিয়াক পেশি কাকে বলে - কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য
কার্ডিয়াক পেশি কাকে বলে? কার্ডিয়াক পেশী হলো এমন পেশী যে পেশীগুলো নিজে নিজে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবং সেই পেশীগুলোর উপরে প্রাণীর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কার্ডিয়াক পেশি কাকে বলে সেই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্র: কার্ডিয়াক পেশি কাকে বলে - কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য
কার্ডিয়াক পেশি কাকে বলে - কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য: ভূমিকা
মানব শরীরে সাধারণত দুই ধরণের পেশি থাকে। এক ধরনের পেশী হলো ঐচ্ছিক পেশি আর আরেক ধরনের পেশি হলো অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কোষের বৈশিষ্ট্য হলো এই পেশীগুলো প্রাণী তার ইচ্ছাধীন ভাবে নাড়াচাড়া করতে পারে। যেমন আমাদের হাত পা ইত্যাদি। ঐচ্ছিক পেশি যেগুলো রয়েছে, সেগুলো আমরা চাইলেই নিজের মতো করে ব্যবহার করতে পারি।
পক্ষান্তরে, অনৈচ্ছিক পেশী গুলো প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ চাইলে আপনি তা নাড়াচাড়া করতে পারবেন না।অর্থাৎ যে সকল পেশি প্রাণীর ইচ্ছাধীন নয়, সেগুলি হলো অনৈচ্ছিক পেশি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কার্ডিয়াক পেশি। আর কার্ডিয়াক পেশি অনৈচ্ছিক পেশির অন্তর্ভুক্ত। অর্থাৎ কার্ডিয়াক পেশি হলো এমন পেশি যা আপনি ইচ্ছা করলেই নিজের মত করে নিয়ন্ত্রণ করতে পারবেন না।
কার্ডিয়াক পেশি কি? সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য এই আর্টিকেলটিতে তুলে ধরা হবে। অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের প্রশ্ন করা হয় যে, কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর।আপনি যদি কার্ডিয়াক পেশি সম্পর্কে বিস্তারিত না জেনে থাকেন তাহলে কিন্তু কখনোই এই ধরণের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাই অবশ্যই আপনার উচিত হবে কার্ডিয়াক পেশি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া।
কার্ডিয়াক পেশি সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজেই আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। কাডিয়াক পেশি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে অধ্যায়ন করতে হবে। শেষপর্যন্ত মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়লে কার্ডিয়াক পেশি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন।
কার্ডিয়াক পেশি কি - কার্ডিয়াক পেশি কাকে বলে
কার্ডিয়াক পেশি কি বা কার্ডিয়াক পেশি কাকে বলে সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে।কার্ডিয়াক পেশি বা হৃদপেশি হলো অনৈচ্ছিক পেশি।অর্থাৎ যেই পেশিগুলোর নিয়ন্ত্রণ প্রাণীর কাছে থাকেনা, সেই পেশি গুলো নিজে নিজেই চালিত হয়ে থাকে।
কার্ডিয়াক পেশি(যাকে হৃৎপিন্ডের পেশী, মায়োকার্ডিয়াম, কার্ডিয়াক মায়োসাইটসও বলা হয়) হলো মেরুদন্ডী প্রানীদের তিনটি টিস্যুতন্ত্রের মধ্যে একটি। অন্য দুটি হলো ঐচ্ছিক পেশি এবং মসৃণ পেশি । এটি একটি অনৈচ্ছিক পেশী যা হৃদপিন্ডের প্রাচীরের প্রধান টিস্যু গঠন করে। হৃৎপেশী (মায়োকার্ডিয়াম) হৃৎপিণ্ডের প্রাচীরের বাইরের স্তর (পেরিকার্ডিয়াম) এবং অভ্যন্তরীণ স্তর (এন্ডোকার্ডিয়াম) গঠন করে। যা করোনারি সঞ্চালনের মাধ্যমে রক্ত সরবরাহ করে। এটি পৃথক হৃৎপেশী কোষ দ্বারা গঠিত যা ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা সংযুক্ত থাকে এবং কোলাজেন তন্তু ও অন্যান্য পদার্থ দ্বারা আবদ্ধ থাকে যা বহির্কোষী ম্যাট্রিক্স গঠন করে।
কার্ডিয়াক পেশি কি বা কার্ডিয়াক পেশি কাকে বলে? আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। নিচে কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য এবং কার্ডিয়াক পেশির গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সেইসাথে কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর এবং কার্ডিয়াক পেশির কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য
কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য সমূহ নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য গুলো জানতে আর্টিকেলের এই অংশটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন। কার্ডিয়াক পেশি অন্যান্য পেশির থেকে সম্পূর্ণ আলাদা। তাই কার্ডিয়াক বিশেষ বৈশিষ্ট্য সমূহও অন্যান্য পেশির বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য সমূহ।
কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ:
- কার্ডিয়াক পেশি প্রানীর ইচ্ছাধীন থাকে না। অর্থাৎ কার্ডিয়াক পেশির সংকোচন ও প্রসারণ সম্পূর্ণ রূপে নিজে নিজেই সংঘটিত হয়ে থাকে। আর কার্ডিয়াক পেশিকে হৃদপেশী বা মায়োকার্ডিয়ামও বলা হয়ে থাকে।
- কার্ডিয়াক পেশির কোষগুলো বেলুনের মতো এবং কিছুটা লম্বাটে। আর এর সারকোলেমা স্পষ্ট নয় এবং সম্পূর্ন নয়।
- কার্ডিয়াক পেশিতে যে ডোরাকাটা দাগগুলো থাকে সেগুলো খুবই সূক্ষ্ম এবং অস্পষ্ট।
আরো পড়ুন: মিষ্টি কুমড়া বীজের উপকারিতা
- যখন দুইটি কার্ডিয়াক পেশি একত্রিত হয় তখন এই কার্ডিয়াক পেশির মধ্যস্থলে একটি ইন্টারকোলেটেড ডিস্ক থাকে।
- যেহেতু কার্ডিয়াক পেশির কোষগুলো সাধারণত শাখা-প্রশাখা দ্বারা আবৃত থাকে এবং এই পোস্টগুলো সাইটোপ্লাজমীয় যোগসূত্রের মাধ্যমে একত্রিত থাকে তাই কার্ডিয়াক পেশির সব পেশিগুলোকে একটি কোষ বলে মনে হয়।
কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য উপরে ধরা হলো। কার্ডিয়াক পেশি কি এবং কার্ডিয়াক পেশি কাকে বলে, সে বিষয় সম্পর্কে ইতোমধ্যেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচে কার্ডিয়াক পেশির গঠন, কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর এবং কার্ডিয়াক পেশির কাজ কি?, সে সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর - কার্ডিয়াক পেশির গঠন
কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর বা কার্ডিয়াক পেশির গঠন নিচে তুলে ধরা হবে। কার্ডিয়াক পেশির গঠনতন্ত্র কিছুটা রৈখিক পেশির মতো। কার্ডিয়াক পেশির টিস্যু গুলো পরস্পর পরস্পরের সাথে অনিয়ত ভাবে যুক্ত হয় জালের মতো একটি আকার ধারণ করে। এ পেশীগুলোর মায়োফাইব্রিলের দেহে আড়াআড়িভাবে কিছু লেখা থাকে।
কার্ডিয়াক পেশির কোষ গুলো সাধারণত দৈর্ঘ্যের দিক থেকে প্রায় ০.৮ মিলিমিটার হয়ে থাকে এবং প্রস্থের দিক থেকে ১২/ ১৫μm হয়ে থাকে। কার্ডিয়াক পেশির দুইটি কোর্স একত্রিত হলে উভয় পাশের মধ্যস্থলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এই ধরনের টিস্যু শুধুমাত্র হৃদপিন্ডের মধ্যেই পাওয়া যায়।কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর এবং কার্ডিয়াক পেশির গঠন কেমন আশা করি তারা জানতে পেরেছেন।
কার্ডিয়াক পেশি কি বা কার্ডিয়াক পেশি কাকে বলে এবং কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য সমূহ ইতোমধ্যেই উপরে তুলে ধরা হয়েছে। নিচে কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর এবং কার্ডিয়াক পেশির কাজ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হবে। কার্ডিয়াক পেশি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানান জন্য পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কার্ডিয়াক পেশির কাজ
কার্ডিয়াক পেশির কাজ সমূহের মধ্যে অন্যতম কাজ হলো হৃদপিণ্ডকে পাম্পিং করতে সহায়তা করা।হৃদপিণ্ড সাহায্যে প্রতিনিয়ত সংকোচন-প্রসারণ সম্পন্ন করে।কার্ডিয়াক পেশি অন্যান্য পেসির থেকে আলাদা। কেননা কার্ডিয়াক পেশি হলো অনৈচ্ছিক পেশি যা কোন প্রাণী নিয়ন্ত্রণ করতে পারে না। কার্ডিয়াক পেশির স্পিসিফিক কাজ রয়েছে। কারণ সাধারণত যে সকল কাজ সম্পন্ন করে থাকে সেই কাজগুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হবে। আসুন দেখে নেয়া যাক কার্ডিয়াক পেশির কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য।
কার্ডিয়াক পেশিতে থাকা পেসমেকার নামক কোষ সাধারণত হৃদপিন্ডের সংকোচন ও সম্প্রসারণ নিয়ন্ত্রণ করে থাকে। শরীরে থাকা স্নায়ুতন্ত্র পেসমেকার নিকটে সংকেত পাঠায়, যার ফলে কখনো কখনো হৃদপিন্ডের স্পন্দন গতি বৃদ্ধি পায় আবার কখনো হৃদপিন্ডের গতি কমে যায়। মূলত হৃদপিন্ডের সকল কার্যক্রম পরিচালনা করাই হলো কার্ডিয়াক পেশির কাজ।
কার্ডিয়াক পেশির কাজ কি, আশা করি তা বুঝতে পেরেছেন। ইতোমধ্যেই উপরে কার্ডিয়াক পেশি কি, কার্ডিয়াক পেশি কাকে বলে এবং কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। সেই সাথে কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর এবং কার্ডিয়াক পেশির গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কার্ডিয়াক পেশির গঠন - কার্ডিয়াক পেশির কাজ: শেষ কথা
কার্ডিয়াক পেশী শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি পেশী। কার্ডিয়াক পেশি কি, কার্ডিয়াক পেশি কাকে বলে এবং কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে প্রথম থেকে পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই কার্ডিয়াক পেশি ব্যাখ্যা কর, কার্ডিয়াক পেশির গঠন এবং কার্ডিয়াক পেশির কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এই আর্টিকেলটি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url