পেটের দুই পাশে ব্যথার কারণ
পেটের দুই পাশে ব্যথার কারণ সম্পর্কে আলোচনা করা হবে আজকের পোস্টে। অনেকের পেটের দুই পাশে ব্যথার কারণ দেখা দিতে পারে সে ক্ষেত্রে সঠিক সর্তকতা অবলম্বন না করলে কিংবা সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ না নিলে হয়ে যেতে পারে বড় ধরনের কোন ক্ষতি। তাই আজকের পোস্টে পেটের দুই পাশে ব্যথার কারণ সমূহ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
যেহেতু পেটের দুই পাশে ব্যথার কারণ সম্পর্কে আজকের পোস্টে আলোচনা করা হবে সেই
সুবাদে আমরা পেটের অন্যান্য পাশে ব্যথা করলে কি কি রোগের লক্ষণ দেখা দিতে পারে
সেটি সম্পর্কেও জেনে নেব। দেরি না করে জেনে নেওয়া যাক, পেটের দুই পাশে ব্যথার
কারণ সমূহ কি কি। সেই সাথে জানবো, পেটের দুই পাশে ব্যথার কারণ হিসেবে কে দায়ী?
পেজ সূচিপত্র:
পেটে ব্যথা হওয়ার সাধারণ কারণসমূহ
আজকের পোস্টে যেখানে আলোচনা করা হবে, পেটের দুই পাশে ব্যথার কারণ সম্পর্কে সেখানে
প্রথমে পেটে ব্যথা হওয়ার সাধারণ কারণসমূহ জেনে নিলে ভালো হবে। এরে আমাদের বুঝতে
সুবিধা হবে যে, পেটের দুই পাশে ব্যথার কারণ সমূহ কি কি এবং কেন হয়। আজকের মূল
বিষয়, " পেটের দুই পাশে ব্যথার কারণ " এর প্রথম অংশে আমরা পেট ব্যথা হওয়ার
সাধারণ কারণ সমূহ দেখে নেব।
নিচে আমি প্রায়ই সাধারণ যেসব কারণসমূহ রয়েছে সবগুলো উল্লেখ করার চেষ্টা করেছি।
যাতে আপনারা পেট ব্যথা হওয়ার সাধারণ কারণ সমূহ জেনে ঘরোয়া ভাবে সেটি নিরাময়
করতে পারেন কিংবা কমাতে পারেন। যাতে বুঝতে পারেন কখন ডাক্তারের আশ্রয় কিংবা
শরণাপন্ন হওয়া উচিত কিংবা কখন নয়। পেটের দুই পাশে ব্যথার কারণ সম্পর্কে জানার
আগে প্রথমে জেনে নিই সাধারণ কারণসমূহ।
- গ্যাস হওয়ার ফলে ব্যথা
- অম্বল এর কারনে ব্যথা
- বদহজমের কারণে ব্যথা
- ব্যাকটেরিয়ার সংক্রমণ
- আলসার
- ভাইরাস সংক্রমণ
- গলব্লাডার
- ডাইভার্টিকোলাইটিস
পেট কি এবং পেট ব্যথা কোথায় হয়
পাঁজর ও প্যালভিস এর মধ্যবর্তী জায়গা হল পেট। পরিপাক ক্রিয়ার প্রত্যেক
অঙ্গ-প্রত্যঙ্গ এর জায়গাটিতে অবস্থান করে। সেগুলোর মধ্যে পাকস্থলী, লিভার,
গলব্লাডার, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র রয়েছে। খাবার খাওয়ার পরে সময়
থেকে শুরু করে পায়খানা প্রস্রাব করা পর্যন্ত প্রত্যেকটি প্রক্রিয়া এ জায়গায়
কার্যরত হয়। যেমন খাবার গ্রহণ, হজম করা এবং নিষ্কাশন।
পেটে ব্যথা হলে প্রথমে উত্তেজিত না হয়ে আমাদের জানতে হবে কোন জায়গায় ব্যথাটা
হচ্ছে। পেটের দুই পাশে ব্যথার কারণ সময় হিসেবে আজকের পোস্টের যেসব কারণ উল্লেখ
করব আজকের এই অংশটি ওইসব কারণ বুঝতে অনেক বড় একটা অবদান রাখবে। তাই পেটের দুই
পাশে ব্যথার কারণ সম্পর্কে জানতে এই অংশটি মন দিয়ে পড়ুন। " পেটের দুই পাশে
ব্যথার কারণ " এই বিষয়ের ভূমিকা অংশ এটি। মূলত পেটে উপরের অংশে তলপেটে নাভির
আশেপাশে নাভির নিচে কিংবা নাভির উপরে ব্যথা সৃষ্টি হয়ে থাকে। তাছাড়াও পেটের
ডানপাশে এবং বাম পাশে ব্যথা হয়ে থাকে।
গ্যাসের কারণে পেট ব্যথা
পেটের দুই পাশে ব্যথার কারণ হিসেবে গ্যাসের কারণে ব্যথা অন্যতম। তাই পেটের দুই
পাশে ব্যথার কারণ হিসেবে প্রথমে গ্যাসের কারণ কে দায়ী করে ব্যাখ্যা করি সেই সাথে
বিশ্লেষণ করার ও চেষ্টা করি। পেটের মধ্যে হজম হওয়ার সময় কিংবা হজম ক্রিয়া চলার
সময় আমাদের পেটের ভিতর নানা ধরনের গ্যাস সৃষ্টি হয়। স্বাভাবিক নিয়মে পায়ুপথে
কিংবা মুখ দিয়ে এই গ্যাস বের হয়ে যায়। আমরা বাঙালিরা বেশিরভাগ আঁশযুক্ত খাবারে
অভ্যস্ত তাই আঁশযুক্ত খাবার হওয়ার ফলে গ্যাস সৃষ্টি হয় বেশি।
আর যেহেতু আমরা আজকাল সবাই নানা ধরনের জটিল খাদ্যাভাসে অভ্যস্ত হয়ে গেছি, সে
কারণে নানা জটিল ধরনের খাদ্য হজম করার ক্ষেত্রে কিন্তু পরিপাক করার সময় অধিক
পরিমাণ গ্যাস সৃষ্টি হয়। আর পরিমাণ থেকে বেশি হারে গ্যাস সৃষ্টি হওয়ার ফলে
ওখানে গ্যাস জমতে থাকে, যার কারণে শুরু হয় পেটের ব্যথা। তবে এটি বেশিক্ষণ থাকে
না। ধীরে ধীরে কমে যায়। অযত্নে খাওয়া-দাওয়া করতে থাকলে এবং হজম ক্রিয়া কিংবা
পরিপাকতন্ত্রের উপর ক্ষতি হলে, এই সমস্যা চিরস্থায়ী হয়ে উঠতে পারে। তাই প্রথমে
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য অভ্যাস গড়ে তোলা দরকার।
অম্বলের কারনে ব্যথা
স্পাইসি কিংবা জাঙ্ক ফুড কারা না খাইতে পছন্দ করে। আজকাল এটা যেন সবার প্রিয়
খাদ্য হয়ে দাঁড়িয়ে আছে এবং সবাই এটা এতই অতিরিক্ত পরিমাণে গ্রহণ করছে যে, যার
ফলে দেখা দিচ্ছে ছোট বড় সবার মধ্যে অম্বলের সমস্যা। পেটের দুই পাশে ব্যথার কারণ
হিসেবে দ্বিতীয়ত অম্বলকে দায়ী করব। তেল মসলা চর্বিযুক্ত খাবার বেশি খাওয়ার পরে
অম্বলের সমস্যা দেখা যায়। এর সাধারণ লক্ষণ গুলি হল প্যাড বুকের মধ্যে জালার
অনুভুতি, পেট ভারভার হয়ে থাকা, ঘন ঘন জ্বালাপোড়া ঢেকুর ওঠা ইত্যাদি।
তবে এটাকে এসিডিটির সমস্যা মনে করে অ্যান্টাসিড ওষুধ খেয়ে নিয়ে যাতে সমস্যা
থেকে তাৎক্ষণিক রেহাই পাওয়া যায়। কিন্তু ঘন ঘন এরকম সমস্যা দেখা দিলে এবং
সেটিকে অবহেলা করলে পরে অত্যন্ত বিপদজনক হিসেবে রূপ নিবে। পাকস্থলীতে এসিডের
পরিমাণ বেশি হয়ে গেলে সেটি হজমযুক্ত বা পরিপাক ক্রিয়ার সাথে যুক্ত নানা ধরনের
ক্ষতি করে। তাই অম্বলের সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুসারে খাদ্য অভ্যাস
গড়ার পাশাপাশি অ্যান্টাসিড ওষুধ পছন্দ করতে হবে।
বদহজম এর ফলে সমস্যা
বিয়ে বাড়িতে যাওয়ার পর যখন পেট ভরে খেয়ে বাসায় ফিরি তখন শুরু হয় পেট ব্যথা
কেন জানেন? এটিও পেটের দুই পাশে ব্যথার কারণ এর জন্য দায়ী। আমাদের শরীরে
অতিরিক্ত কোন কিছুই হজম হয় না। সেটি হোক খাবার সেটি হোক অন্যান্য কিছু। তাই
ক্ষমতার চেয়ে অধিক পরিমাণে খাবার গ্রহণ করার ফলে হতে পারে বদহজমের মত সমস্যা এবং
এটি হতে থাকলে আমাদের শরীর পুষ্টি গ্রহণ করতে ব্যর্থ হয়। যার ফলে তৈরি হয় পেটে
যন্ত্রণা এবং নানা ধরনের অস্বস্তিকর সমস্যা।
অস্বস্তিবোধ হওয়া, পেটে ব্যথা করা, বমি হওয়া বা বমি বমি ভাব লাগা, মাথা ঘোরানো
ইত্যাদি বদহজমের লক্ষণ হিসেবে ধরা হয়। এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শের জরুরি।
কারণ নিজে কাবিলিতি করে কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই বদহজমের
সমস্যায় ভুগলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। আজকে প্রায় মূল তিনটি কারণ উল্লেখ
করেছে যেগুলোর ফলে পেটের চারপাশে ব্যথা সৃষ্টি হয়।
এছাড়াও আলসার গলব্লাডার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ভাইরাস জনিত সংক্রমণ ইত্যাদি
কারণে পেটের চারপাশে ব্যথা হতে পারে। পেটের দুই পাশে ব্যথার কারণ হিসেবে আজকের
পোস্টে প্রধান তিনটি কারণ উল্লেখ করেছি। সেই সাথে পেট ব্যথা নিয়ে নানা ধরনের
সাধারণ কারণসমূহ তুলে ধরেছি। আশা করি আজকের বিষয়, পেটের দুই পাশে ব্যথার কারণ
সমূহ জানতে পেরেছেন।
এবং আরো নানা ধরনের কারণ রয়েছে যেগুলো এক পোস্টে বিস্তারিত বলা সম্ভব না।
ইনশাআল্লাহ আপনাদের আগ্রহ যদি থাকে তাহলে পরের পোস্টে বাকি কারণ সমূহ নিয়ে
বিস্তারিত ভাবে হাজির হব। এরকম আরো স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পেতে
আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকুন ধন্যবাদ। ২৫০৪৫
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url