কোন হোস্টিং ভালো? শেয়ার হোস্টিং না ভিপিএস হোস্টিং?
কোন হোস্টিং ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না ভিপিএস? এই নিয়ে কল্পনা জল্পনা তর্ক-বিতর্ক চলতেই থাকে। আসলেই কোন হোস্টিং ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না ভিপিএস হোস্টিং এই বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন এই পোস্ট টিতে । তাহলে চলুন জেনে নেই কোন হোস্টিং ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না ভিপিএস হোস্টিং।
পেইজ সূচিপত্রঃ কোন হোস্টিং ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না ভিপিএস হোস্টিং
হোস্টিং কি?01
ইন্টারনেট দুনিয়ায় কোন ওয়েবসাইট বা ব্লগ বানানোর জন্য ওয়েবসাইট বা ব্লগের সমস্ত ডাটা যেখানে জমা করা হয় সেটিকে হোস্টিং বলে। কোন ব্লগ ওয়েবসাইটের সমস্ত টেক্সট, ভিডিও, ইমেজ, ডকুমেন্টস, অডিও ফাইল এ সমস্ত কিছু নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্লগের হোস্টিং সার্ভারে জমা হয়।
আর এসব ভিডিও, ইমেজ,ডকুমেন্টস,অডিও ফাইল ইত্যাদি রাখার জন্য আমাদের অবশ্যই জানতে হবে কোথায় এগুলো নিরাপত্তা বেশি। তাই এটি জানা খুব গুরুত্বপূর্ণ যে কোন হোস্টিংটি ভালো শেয়ার করা না ভিপিএস হোস্টিং।
শেয়ার হোস্টিং কি?02
শেয়ার হোস্টিং এক ধরনের ওয়েভ হোস্টিং সেবা যেখানে অনেকগুলো ওয়েবসাইট একটি সার্ভারে কানেক্ট থাকে। এবং প্রত্যেক ওয়েবসাইট একটি অন্যটি থেকে আলাদা আকারে থাকবে।
হোস্টিং প্রোভাইডার তাদের সার্ভার থেকে আপনাকে প্যাকেজ আকারে কিছু জায়গা দিবে, সেখানে আপনি আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। শেয়ার্ড হোস্টিং এ সীমাবদ্ধতা থাকবে, প্রোভাইডারদের প্যাকেজ অনুযায়ী আপনাকে সেবা নিতে হবে। প্রোভাইডারদের দেওয়া ফিচারই আপনাকে ব্যবহার করতে হবে।
শেয়ার হোস্টিং এর সুবিধা03
১. এটি অনেক সাশ্রয়ীঃ শেয়ার হোস্টিংয়ের কস্ট ভিপিএস হোস্টিংয়ের তুলনায় অনেক কম। ক্ষেত্রবিশেষ একটি সাইটে শেয়ার হোস্টিং এর জন্য আপনার প্রতি মাসে কস্ট ১.৫ থেকে ১০ ডলারের মত হবে। আপনার ওয়েবসাইটের ফিচার এবং ধারণের উপর কস্ট নির্ভর করবে।
এই সাশ্রয়ের উপর ধারণা করেও আপনি বিবেচনা করতে পারেন কোন হোস্টিং ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না ভিপি হোস্টিং।
২. এক্সপার্ট না হলেও চলবেঃ ওয়েব ডেভেলপমেন্ট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে শেয়ার হোস্টিং হবে আপনার জন্য গ্রেট চয়েস। হোস্টিং প্রোভাইডাররা কাজগুলো করে দেবে তাই আপনার এক্সপার্ট না হলেও চলবে।
কিন্তু ডেডিকেটেড সার্ভারের ক্ষেত্রে হোস্টিং প্রোভাইডারদের জন্য আলাদা পে করতে হবে। আবার নিজ থেকে করতে গেলে সেটিং আপ, এডমিনিস্ট্রেশন এবং সার্ভার ম্যানেজিং এর মত কাজগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে।
৩. সার্ভার মেইনটেনেন্স অন্তর্ভুক্ত ঃ যখন আপনি শেয়ার হোস্টিং ব্যবহার করতে যাবেন তখন সার্ভারের অ্যাডমিনিস্ট্রেশন এবং মেইনটেনেন্স সার্ভিস প্রোভাইডারদের উপর ছেড়ে দিতে পারবেন।
৪. ব্যান্ডউইথ এবং কাস্টমাইজেশন ইমপ্রুভ হবে ঃ বর্তমানে মার্কেটপ্লেস অনেক বেশি কমপেটিটিভ। এজন্য ওয়েব হোস্টিং প্রোভাইডাররা শেয়ার হোস্টিংয়ের জন্য ব্যাটার অপশন অফার করেছে। শেয়ার হোস্টিং এ আপনি পাবেন ভালো প্ল্যান সেইসাথে ভালো কাস্টমাইজেশন।
৫. সম্পূর্ণ এক্সেসঃ বর্তমান বিশ্বের প্রায় সকল কোম্পানি তাদের ইউজারদের হোস্টিং ব্যবহারে সম্পূর্ণ এক্সেস দিয়ে থাকে। তবুও হোস্টিং কেনার আগে হোস্টিং প্রোভাইডারদের এ ব্যাপারে জিজ্ঞেস করে নিন।
শেয়ার হোস্টিং এর অসুবিধা ঃ 04
১. ডাউন টাইমঃ আপনি যখন আপনার হোস্টিং টাইম অন্য কোন ওয়েবসাইটের সাথে শেয়ার করবেন তখন আপনার রিসোর্সের মধ্যে লিমিটেশন থাকবে। আপনার সাইট ওভারলোডেড সমস্যায় পড়তে পারে যদি একই সময়ে অন্য সাইটের ডিমান্ড রেট বেশি থাকে। তখন আপনার সাইট ডাউন করবে এবং ভিজিটরা আপনার সাইট ভিজিট করতে পারবে না।
এছাড়া এমনও হতে পারে আপনি যে সাইটে সার্ভার শেয়ার করেছেন সে সাইটে ট্রাফিক বেশি হওয়ায় আপনার সাইট স্লো করছে। এটা অবশ্যই আপনার সাইটের উপর মারাত্মক ফেলবে।
২. লিমিটেড রিসোর্সঃ বড় ওয়েবসাইট যাদের প্রতি মাসে প্রচুর ভিজিটর আসে এবং ডজন খানেক প্রোডাক্ট বা সার্ভিস আছে। প্রতিটি পেজে তাদের জন্য শেয়ার হোস্টিং প্ল্যান চয়েজ করা ভালো সিদ্ধান্ত নয়। আপনাকে আপনার রিসোর্স গুলোকে অন্য অনেক সাইটের সাথে শেয়ার করতে হবে।
যার ফলে আপনার কিছু লিমিটেশন ফেস করতে হবে।
আপনি যদি আপনার এই লুটের চেয়ে বেশি রিসোর্স ইউজ করেন তখন আপনার পোস্ট আপনার কাছ থেকে অতিরিক্ত ফ্রি আদায় করতে চাইবে। যা আপনার বিজনেস সাইট শুরু করার প্রাথমিক পর্যায়ে একটি বিরাট ধাক্কা।
এইসব দিক বিবেচনা করে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোন হোস্টিং ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না ভিপিএস হোস্টিং।
ভিপিএস হোস্টিং কি?05
Vps এর পূর্ণরূপ হল (Virtual Private Server)। যখন কোন কম্পিউটারকে বিশেষ কোন সফটওয়্যার বা অন্য
কিছু দিয়ে ভাগ করে অনেকগুলো সার্ভার তৈরি করা হয়। তখন প্রত্যেক ভাগকে এক একটি vps বলা হয়।
ভিপিএস হোস্টিং এর সুবিধা06
- শেয়ার্ড হোস্টিং ব্যবহারকারী ওয়েবসাইট থেকে vps হোস্টিং ব্যবহারকারী ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেশি থাকে।
- শেয়ার্ড হোস্টিং এর মত এক জায়গায় না হয়ে আলাদা র্যাম, হার্ডডিস্ক, সিপিও হয়ে থাকে।
- শেয়ার হোস্টিংয়ে সিকিউরিটি বেশি থাকে, যেহেতু এক হার্ডডিস্ক এর মধ্যে শুধু আপনার ওয়েবসাইট থাকবে
- Vps হোস্টিং এ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উচ্চ পারফরমেন্সের হার্ডওয়ার সমূহ ওয়েবসাইটকে দ্রুত গতি সম্পন্ন এবং নিরাপদ করে।
ভিপিএস হোস্টিং এর অসুবিধা07
- শেয়ার্ড হোস্টিং থেকে এর দাম বেশি হয়ে থাকে
- ডেডিকেটেড হোস্টিং এর মত একটি কম্পিউটার পুরোটাই একটি সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবেন না
কোন হোস্টিং ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না vps হোস্টিং?08
কোন হোস্টিং ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না বিপিএস হোস্টিং সেটি আসলে নির্ভর করে সম্পূর্ণই আপনার উপর। ভালো স্পিড, সিকিউরিটি, এবং অন্যান্য ভালো সুযোগ-সুবিধা পেতে চাইলে আপনাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে। অন্যদিকে কম টাকায় হোস্ট কিনলে সুযোগ সুবিধা কম থাকবে এটাই স্বাভাবিক। বিষয়টি আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝাই-
শেয়ার হোস্টিংকে আমরা একটি রুমের সাথে কল্পনা করি। মনে করেন সেই রুমের ভাড়া ১০ হাজার টাকা। আপনি একা থাকলে সুযোগ সুবিধা বেশি পাবেন। বিনিময়ে আপনাকে ১০ হাজার টাকা একাই পরিশোধ করতে হবে। আর যদি আপনার দশজন রুমমেট থাকে তাহলে সুযোগ সুবিধা অনেক কমে যাবে আর আপনি মাত্র ১০০০ টাকায় কার সাথে পারবেন।
অন্যদিকে vps হোস্টিংকে আমরা একটা বিল্ডিং কল্পনা করতে পারি। আর সেখানের একটা ফ্ল্যাটকে আপনার ওয়েবসাইট কল্পনা করুন। সেখানে আপনার সুযোগ সুবিধার কমতি থাকবে না। সবকিছু মিলিয়ে আপনি একটি নিরাপদ বেষ্টনীর মধ্যে থাকবেন।
পরিশেষেঃ
উপরের আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার জন্য কোন হোস্টিংটি ভালো শেয়ার করা ওয়েব হোস্টিং না ভিপিএস হোস্টিং? তবে সবশেষে আমি একটি কথা বলতে চাই কোন হোস্টিং প্যাকেজ নিলে তার দামের উপর নির্ভর করে নেবেন না। বরং আপনার সাইটের প্রয়োজন অনুসারেই হোস্টিং সিলেক্ট করবেন। আপনার ট্রাফিক বেশি হলে দামও বেশি সত্বেও ভালো প্লেনের দিকে আগানোই বুদ্ধিমানের কাজ। তাছাড়া আপনি সাইটে কি কি হোস্ট করবেন তার উপর বায়িং ডিসিশন নির্ভর করে।২৩৩২৮।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url